Tuesday, March 7, 2017

নকল স্যামসাং ফোন চিনবেন যেভাবে কিভাবে আসল এবং নকল Samsung Mobile চিনবেন।




নকল স্যামসাং ফোন চিনবেন যেভাবে কিভাবে আসল এবং নকল Samsung Mobile স্যামসাং চিনবেন ।
আপনি খুব সহজেই জানতে পারবেন আপনার হাতে থাকা ফোনটি অরজিনাল নাকি ক্লোন ।
যাক কাজের কথায় আসি:#টিপস
. পর্দার চারপাশে একটি কালোআকৃতির খালি অংশ থাকে।.
আসল স্মার্টফোনের হোম বাটনটি পর্দার নিচে খুব কাছাকাছি থাকবে ।.নকলগুলোতে একটু নিচে থাকে,
যাখেয়াল না করলে বোঝা যায় না।..
নকল ফোনে স্যামসাংয়ের লোগোতে নখ বা অন্য কিছু দিয়ে আঁচড় কাটলে সেটি উঠে যায়।.
নকল স্মার্টফোনের প্যাকেটেরসঙ্গে সাধারণত একটি ফ্লিপ কভারবিনামূল্যে দেয়া হয়, যা আসল ফোনের সঙ্গে থাকে না।.#টিপস
. ওপরের পদ্ধতিগুলো প্রয়োগ করেও যদি বুঝতে না পারেন যে সেটি আসল না নকল ফোন সে ক্ষেত্রেএলসিডি টেস্টকরে নিতে পারেন।.
ফোনটিতে *#*# চাপুন। ফোন আসল হলে সঙ্গে সঙ্গে পর্দায়এলসিডি টেস্ট দেখা যাবে। নকলসেটে এটি কখনোই আসবে না।.
আসল ফোনে *#১২৩৪# চাপলে ভার্সন এপি, সিপি সিএসসি সিরিয়াল নম্বর, *#*# চাপলে জেনারেল টেস্ট মোড এবং *#০২২৮# দিয়ে ব্যাটারি স্ট্যাটাস দেখা যাবে।.নকল ফোনে এসবকোডকাজ করে না।..#টিপস .. অরজিনাল নাকি ক্লোন যে ফোনটি চেক করতে চান সেটি হাতে নিন এবং ডায়াল করুন *#0*#.. তারপর কিছু বাটন দেখতে পাবেন, সেখান থেকে সেন্সর (Sensor) লিখাতে টাচ করুন।.
. এবার উপরে ডান পাশে ইমেজটেস্ট (Image Text ) লিখাটাতে টাচ করুন।.
. টাচ করার পর যদি কুকুর ছানার ছবি আসে (কমেন্টে দেওয়া ছবির মতো) তাহলে এটা জেনুইন।.
. আর যদি ফুল, প্রকৃতি কিংবাজেব্রা আসে তাহলে বুঝতে হবে এটা ক্লোন ডিভাইস তাহলে আর দেরী কেন এখনই চেক করুনআপনার হাতে থাকা স্মার্টফোনটি।

ধন্যবাদ……………।

David BOSS

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2015